ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।

তদন্ত কমিটিতে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক রবিউল ইসলাম অনুকে আহ্বায়ক করে আইন বিভাগের মাহবুব বিন শাহজাহান এবং সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে সদস্য করা হয়েছে। এ কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি সিনিয়র-জুনিয়র কোন্দলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি