ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২০

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মিটিং শেষে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সাংবাদিকদের জানান, সমন্বিত ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অংশ নেয়ার যে সিদ্ধান্ত দিয়েছিলাম তা আমাদের একাডেমিক কাউন্সিল নাকোচ করে দিয়েছে। ইউজিসি-তে ভর্তি প্রক্রিয়া নিয়ে যে আলোচনা হয়েছিল তার সমস্ত কিছু এখানে আমি উপস্থাপন করেছি। এর ভিত্তিতে মতামত জানতে চেয়েছি। দেখা গেলো সংখ্যাগরিষ্ঠ সদস্য 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের' ভর্তি পরীক্ষার যে স্বতন্ত্র নিয়ম সে নিয়মেই ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছেন।

এক্ষেত্রে শিক্ষকদের যুক্তি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পেরেছে। গতবছর মাত্র ২ দিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে। আবার দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পরীক্ষা হলে প্রশ্নফাঁসের মতো ঘটনা বা ভর্তিপরীক্ষার মান নিয়ে একমত হতে পারেননি একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি