ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পবিপ্রবি’র দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের নাম পরিবর্তন

পবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন নাম দেয়া হয়েছে ‘পরিবেশ বিজ্ঞান  ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ।’ 

একইসঙ্গে ডিগ্রির নাম বিএসসি ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে পরিবর্তন করে বিএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট করা হয়েছে। 

পবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ৪৩ তম সভার সুপারিশে রিজেন্ট বোর্ডের ৪৫ তম সভায় অনুষদটির নাম ও ডিগ্রির নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। 

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নাম পরিবর্তনের সুফল সম্পর্কে জানতে চাইলে অনুষদটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান মো. সামসুজ্জোহা বলেন, ‘পূর্বের নামের কারণে কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতেন শিক্ষার্থীরা। নাম পরিবর্তনের কারণে সেসব সমস্যা দূর হওয়াসহ শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের পরিসরও বৃদ্ধি পাবে।’

এআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি