ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুবি সাংবাদিক সমিতির নব-গঠিত কমিটিকে উপাচার্যের শুভেচ্ছা

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৫, ১ মার্চ ২০২০

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। রোববার (১ মার্চ) নব-নির্বাচিত কমিটির সদস্যরা উপাচার্যের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপাচার্য তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপাচার্য বলেন, সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে  আনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করেন। আগামীতে আরও ভালো কাজের প্রত্যাশা জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে আনার আহ্বান জানান।

এছাড়াও কুবিসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনগুলো।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবসহ কমিটির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি