ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোবিপ্রবিডিএসের নবীন বিতর্ক উৎসবের ফাইনাল পর্ব অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নবীন বিতর্ক উৎসবের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অগ্নিবীণা ( অর্থনীতি বিভাগ ) বনাম মিথোট্রেক্সেট ( ফার্মেসি বিভাগ) বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে  অংশগ্রহণ করে।

চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মিথোট্রেক্সেট (ফার্মেসি বিভাগ) এবং রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে অগ্নিবীণা (অর্থনীতি বিভাগ)। বিতর্ক প্রতিযোগিতায় স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন ডিবেটিং সোসাইটির সভাপতি ইমতিয়াজ আহমেদ এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সৌরভ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির এক্সিকিউটিভ, সাব-এক্সিকিউটিভ,  সাধারণ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। উলেখ্য,নবীন বিতর্ক উৎসব প্রতিযোগিতায় ১৬টি টিম অংশগ্রহণ করে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি