ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর বাস্তবায়নসহ সরকারি মাধ্যমিকে বিরাজমান সমস্যাবলী অবসানের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) জেলা শাখা এই কর্মসূচি পালন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- কমিটির সভাপতি রুখসানা পারভীন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াজেদ, দেওয়ান এনামুল হক, খন্দকার মোয়াজেম হোসেন, ইমরুল কায়েস মিরন, সাইদা উম্মুল ফাতেমা প্রমুখ।

এ সময় স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর স্থাপন, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, সিনিয়র শিক্ষক ও সব শূন্যপদে পদোন্নতি, এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, নতুন আত্তীয়করণ বিধিমালা প্রণয়ন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ নন-ভ্যাকেশন ডিপার্টমেন্ট ঘোষণার দাবি তুলেন বক্তারা।

তারা আরো বলেন- আগামী প্রজন্মকে নৈতিক মূল্যবোধ, জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন করা প্রয়োজন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি