ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মুজিববর্ষ উপলক্ষে বেরোবিতে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ৮ মার্চ ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে রংপুর মেডিকেল কলেজ ও রংপুর ডেন্টাল কলেজ থেকে আসা ডেন্টাল সার্জনরা ক্যাম্পেইনে সেবা নিতে আসা সকলকে সু-পরামর্শ দেন।

এছাড়াও পেপসোডেন্ট’র সৌজন্যে সকলকে একটি করে টুথপেস্ট দেয়া হয়। ক্যাম্পেইন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য দায়িত্বরতরাও সেবা গ্রহণ করেন। 

এআই/

 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি