ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর সমাধিসৌধে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির শ্রদ্ধা 

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৪৯, ১১ মার্চ ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি। বুধবার (১১ মার্চ) বিকাল ৫টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। 

সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ড. হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক রকিবুল হাসান এর নেতৃত্বে সমিতির অন্যান্য সদস্যবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে ও আধুনিক বিজ্ঞান সম্মত জাতি গঠনে আদর্শ শিক্ষকের ভুমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সব শেষে দোয়া ও মোনাজাত করা হয়।  

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি ড. মো. বশির উদ্দিন, কোষাধ্যক্ষ ড. মাহবুব হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, প্রচার সম্পাদক শামসুল আরেফীন ও সদস্য  মাহবুব আলম, তরিকুল ইসলাম, অভিজিৎ বিশ্বাস, মো. আল আমিন, মো. আনোয়ারুজ্জামান, প্রণীতা দত্ত, মো. এমদাদুল হক, শাণিতা জামান স্মৃতি, মো. সাদ্দাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, গত ১০ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিতব্য বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ পূর্ণাঙ্গ প্যানেলে জয় লাভ করে।

কেআই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি