ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোবিপ্রবিতে সায়েন্স ফিস্টা`২০ অনুষ্ঠিত

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:৫৪, ১২ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

প্রথম বারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'সায়েন্স ফিস্টা-২০’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্বদ্যিালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটারিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন  বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ও ফিশারিজ এন্ড মেরিন সায়ন্স বিভাগর অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সায়েন্স ক্লাবের আহবায়ক এসকে ফয়সাল।  প্রজেক্ট শো, সায়েন্স অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও উদ্ভাবক অংশ গ্রহণ করে।

 আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি