ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকা কলেজে পরিবহন সংকট কাটাতে যোগ হল চারটি বাস

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৪, ১৫ মার্চ ২০২০

ঢাকা কলেজে পরিবহন সংকট কাটাতে যোগ হয়েছে চারটি বাস। বিশিষ্ট দানবীর আব্দুল কাদের মোল্লার উপহার দেয়া চারটি বাসকে ফিতা কেটে ও ফুল দিয়ে বরণ করে নিয়েছে ঢাকা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা। এর মাধ্যমে ঢাকা কলেজের দীর্ঘদিনের পরিবহন সংকট কিছুটা লাঘব হবে বলে মনে করছেন কলেজ প্রশাসন ও অধ্যয়নরত শিক্ষার্থীরা।

৫ মার্চ ( রোববার) বেলা ১:৩০ মিনিটে চারটি বাসকে লাল গোলাপ এবং ফিতা কেটে বরণ করেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ ও সকল শিক্ষার্থীরা।এসময় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সকল বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, ঢাকা কলেজের পরিবহন সংকট নিরসনে আমার প্রচেষ্টার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ঢাকা কলেজ ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা। আমি আব্দুল কাদের মোল্লার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ সময় তিনি সকল কৃতিত্ব শিক্ষার্থীদের মধ্যে ভাগাভাগি করতে লাল গোলাপ উৎসর্গ করেন।

এবিষয়ে জানতে চাইলে সম্মান চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের দীর্ঘদিনের পরিবহন সংকট সমাধান হওয়ায় আমরা খুবই আনন্দিত। পরিবহন সংকট নিরসনে আমাদের আন্দোলন আজ সার্থক। সমস্যা সমাধানে অধ্যক্ষ স্যার এবং আব্দুল কাদের মোল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তাছাড়া বাস ক্যাম্পাসে প্রবেশ করা অবস্থায় সবার মাঝে ছিল আনন্দের উচ্ছ্বাস।

উল্লেখ্য, গত ৫ই নভেম্বর ২০১৯ তারিখে শিক্ষার্থীদের পরিবহন সমস্যা লাঘব করতে শিক্ষার্থীর জন্য চারটি বাস উপহারের ঘোষণা দিয়েছিলেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লা। 

কেআই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি