ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

করোনা প্রতিরোধে বেরোবিতে কমিটি গঠন

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২২, ১৫ মার্চ ২০২০

নভেল করোনা ভাইরাস প্রতিরোধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ এর নির্দেশে এ কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, নভেল করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক বেরোবি উপ-উপাচার্য অধ্যাপক ড.সরিফা সালোয়া ডিনা, সদস্য বাংলা বিভাগের অধ্যাপক ড.নাজমুল হক এবং সদস্য-সচিব বেরোবি মেডিকেল অফিসার ডা. বজলুর রশীদ।

করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক ড.সরিফা সালোয়া ডিনা বলেন, করোনা প্রতিরোধে বেরোবি মেডিকেল সেন্টারের মাধ্যমে   আগামীকাল (সোমবার) থেকেই সচেতনতা মূলক ক্যাম্পেইন শুরু হবে। এর মাধ্যমে সকলকে সচেতন করা হবে।  

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি