ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

করোনায় নোবিপ্রবি বন্ধ ঘোষণা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৬ মার্চ ২০২০

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে বিপর্যস্ত অন্তত ১৩২ দেশ। এশিয়ার চীন থেকে শুরু হওয়া করোনার প্রকোপ ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে ব্যাপক আকার ধারণ করেছে। যেখানে এখন পর্যন্ত সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। 

আক্রান্তের সংখ্যা দেড় লাখেরও বেশি। যার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশেও। প্রাণঘাতি করোনার সংক্রমণ রোধে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে আগামী ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। 

আজ সোমবার দুপুর দেড়টায় এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) এবং আবাসিক হলগুলোও বন্ধ থাকবে বলে জানান তিনি।

এর আগে চলমান অস্বাভাবিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি