ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

করোনা প্রতিরোধে জাবি বন্ধ ঘোষণা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ১৬ মার্চ ২০২০

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের প্রকোপ রোধে আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। 

আজ সোমবার দুপুরের দিকে উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

একইসঙ্গে, ‘শিক্ষার্থীদের আগামী ১৯ মার্চ সকাল ১১টার মধ্যে হল খালি করতে বলা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় অফিস সমূহ বন্ধ থাকবে ২২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। তবে এ সময় সকল জরুরি সেবা চালু থাকবে।’

এআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি