ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

করোনা সতর্কতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা 

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:২৮, ১৬ মার্চ ২০২০

মরণব্যাধি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী। বাংলাদেশেও কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতি ভাইরাসটিতে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আক্রান্ত করতে না পারে, সে সতর্কতা থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় বন্ধ ঘোষণা করা হল রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

আগামীকাল ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্যাম্পাস বন্ধের বিষয়ে লুৎফর রহমান বলেন, ‘ক্যাম্পাস বন্ধের সাথে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলও বন্ধ থাকবে। করোনা মহামাান আকার ধারণ করার আগেই আমাদের সচেতন হতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রায় ৪০ হাজার মানুষের সমাগম। এই বড় জনগোষ্ঠীর মধ্যে থেকে একজন আক্রান্ত হলেই তা দ্রুত ছড়িয়ে যেতে পারে। তাই সবকিছু বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি