ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুজিববর্ষ উপলক্ষে নোবিপ্রবি সাংবাদিক সমিতির আলোচনা সভা

নোবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ২০:২৪, ১৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) এর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেল ৫ টায় সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সবুজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির দপ্তর সম্পাদক হিমেল শাহরিয়ার, অর্থ সম্পাদক মাইনুদ্দীন পাঠান,পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রিপন চন্দ্রশীল,সমিতির কার্যনির্বাহী সদস্য আব্দুল কবির ফারহান,সাবিহা তাসমীম। সমিতির সদস্য এসজে আরাফাত, এস আহম্মেদ ফাহিম,ফারহানা সুপ্তি,আব্দুল্লাহ আল নোমান, ফজলে এলাহি ফুয়াদ।

এসময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, বঙ্গবন্ধুকে শুধু মুখে নয় তার আদর্শকে আমাদের বুকে ধারন করে চলতে হবে।  এছাড়াও সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি