ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নোবিপ্রবিতে লুমিনারির নতুন কমিটি গঠন

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:৩২, ১৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সুবিধা বঞ্চিতদের জন্য সামাজিক সংগঠন লুমিনারি এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু নাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তামজিদ আহমেদ (এসিসিই ১১তম ব্যাচ), মো. আল আমিন আকাশ (এগ্রি ১১ তম ব্যাচ) এবং নাসরিন আক্তার (এসিসিই ১১ তম ব্যাচ)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সায়মান হোসেন সাকিব (বিবিএ ১২ তম ব্যাচ) ও আরিফুল ইসলাম রবিন (এসিসিই ১১ তম ব্যাচ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ফখরুল ইসলাম সুজন (ফিমস ১২ তম ব্যাচ)। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন নুরুল আবসার (বিবিএ ১২ তম ব্যাচ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন জোবায়ের মাসুম (ফিমস ১২ তম ব্যাচ)।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি