ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনা ভাইরাস প্রতিরোধে চবিতে হ্যান্ড স্যানিটাইজার উদ্ভাবন

চবি সংবাদদাতা:

প্রকাশিত : ২৩:৩৯, ১৬ মার্চ ২০২০

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের একদল গবেষক স্বল্প খরচে বিশ্বস্বীকৃত বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করে হ্যান্ড স্যানিটাইজার উদ্ভাবন করেছেন।

গবেষকবৃন্দ সোমবার (১৬ মার্চ) বেলা ১২ টায় নব উদ্ভাবনকৃত হ্যান্ড স্যানিটাইজার চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের কাছে হস্তান্তর করেন।

এসময় রসায়ন বিভাগের সভাপতি প্রফেসর ড.শাহানারা বেগম, প্রফেসর বেনু কুমার দে, প্রফেসর ড. দেবাশিস পালিত, প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, প্রফেসর ড. মো. আবদুল মান্নান, প্রফেসর ড. এস. এম. আবে কাউছার, সহকারী অধ্যাপক মরিয়ম ইসলামসহ গবেষক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

হস্তান্তরকালে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, করোনা ভাইরাস ইতোমধ্যে বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। এ ভাইরাস যেন বাংলাদেশে প্রভাব বিস্তার করতে না পারে সে দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস ছড়ানো প্রতিরোধে সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের শিক্ষক-গবেষকবৃন্দ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্ট্যান্ডার্ড মান বজায় রেখে স্বল্প মূল্যে হ্যান্ড স্যানিটাইজার উদ্ভাবন করেছেন। এ স্যানিটাইজার স্বাস্থ্য সুরক্ষায় যথাযথভাবে ব্যবহার করতে হবে। মাননীয় উপাচার্য করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন থেকে নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি