ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

করোনায় দুস্থদের জন্য ছাত্রলীগের ‘মানবতার দোকান’

পবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১২:৫৮, ৩০ মার্চ ২০২০

করোনা সংকটে হত দরিদ্র ও দুস্থদের সাহায্যার্থে ‘মানবতার দোকান’ নামে একটি স্টল খুলেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

পবিপ্রবি’র প্রথম গেইট সংলগ্ন প্রেসক্লাবের নিচে স্থাপিত অস্থায়ী এ দোকান থেকে অসহায় ও দুস্থরা তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিনামূল্যে নেয়ার সুযোগ পাচ্ছেন। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেনে ও সহ-সম্পাদক আব্দুল্লাহ আল কাওছার এটি  পরিচালনা করছেন। স্টল থেকে অসহায়দের মাঝে চাল, আলু, পেয়াজ ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়। 

জানতে চাইলে মো. নাঈম হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় শাখা ছাত্রলীগ এ কার্যক্রম চালাচ্ছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি