ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

শ্রমজীবীদের জন্য ১ দিনের বেতন দেবে নোবিপ্রবি শিক্ষকরা

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৫২, ৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে অসহায় ও শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াতে ১ দিনের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

শুক্রবার (৩ এপ্রিল) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'পুরো বিশ্ব আজ কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত মহামারিতে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রবল ছোঁয়াছে এই সংক্রামক ব্যাধির উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ, যা আরও অনেক দিন বিরাজ করবে বলে আশংকা করা হচ্ছে। করোনা বিস্তাররোধে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। এর ফলে দৈনিক খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠী, যারা দিনে আনে দিনে খায় তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। 
সরকার হতদরিদ্র এই জনগোষ্ঠীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিরাপত্তা প্রদানের লক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে। জাতীয় এই দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত প্রয়োজন।'

এতে আরও বলা হয়, সম্মিলিত সহায়তার অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করেন যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের (১) এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের কিছু অংশ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং কিছু অংশ শিক্ষক সমিতির তত্ত্বাবধানে প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নোয়াখালীতে দৈনিক খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও ঔষধ সরবরাহের জন্য ব্যবহার করা হবে। এ অর্থ আগামী এপ্রিল মাসের প্রদেয় বেতন থেকে কর্তন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আমাদের একদিনের বেতন সামান্য হলেও দেশের এই দুর্যোগ মুহুর্তে তা কিছু মানবিক কাজে অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা স্ব স্ব অবস্থানে থেকে দেশের জন্য অবদান রাখার চেষ্টা অব্যাহত রাখবেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি