ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাস চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ৭ এপ্রিল ২০২০

করোনার কারণে বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ ঘোষণা করা হলেও ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাস চলছে। 

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন জানান, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় এবং নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রমও অনলাইনে পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের এই সময়টুকু কাজে লাগানোর জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যামে এই অনলাইন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবেন’।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি