ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৫:১৫, ১০ এপ্রিল ২০২০

ক‌রোনা ভাইরাসের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এসময়ে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। 

আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বন্ধ থাকাকালীন সময়ে সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হলো। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।’ 

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা হিসেবে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত কুবির সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নোটিশ দেয়া হয়। যা পরবর্তীতে ৯ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি