ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা কলেজ সোশ্যাল সাইন্স ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ 

ঢাকা কলেজ সংবাদদাতা 

প্রকাশিত : ১৬:৩৭, ২৬ এপ্রিল ২০২০

চলমান করোনা সংকটাবস্থায় ঢাকা কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ইফতার সামগ্রী দিয়েছে সোশ্যাল সাইন্স ক্লাব।  

আজ রোববার দুপুরে ১২টার দিকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ক্লাবের সভাপতি হাসিবুল ইসলাম বলেন, ‘চলমান করোনা মহামারিতে চরম সংকটে অসংখ্য দুস্থ ও অসহায় মানুষ। সেই চিন্তা থেকেই আমরা ঢাকা কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ইফতার সামগ্রীর ব্যবস্থা করেছি। আমরা চাই কলেজের অন্যান্য সামাজিক সংগঠনগুলোও এগিয়ে আসুক।

এছাড়া দেশের অন্যান্য সামাজিক সংগঠনগুলোকেও দেশের বিভিন্ন স্থানে যারা কষ্ট রয়েছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি