ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাসা ভাড়া মওকুফের দাবি নোবিপ্রবি শিক্ষার্থীদের

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০০:৪৬, ৩০ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। থেমে গেছে অর্থনীতির সকল চালিকাশক্তি। বন্ধ হয়ে গেছে
কলেজ,মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল শিক্ষার্থীদের আয়ের উৎস টিউশনি বা পার্ট টাইম জব। বাসায় লকডাউন
অবস্থায় থেকে নিজের ও পরিবারের ভরণপোষণ করাও অসম্ভব হয়ে পড়েছে অসচ্ছল শিক্ষার্থীদের। এ অবস্থায় মেস
ভাড়া পরিশোধ করা নিয়ে বিপাকে পড়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,নোয়াখালী সরকারী কলেজ,
নোয়াখালী মহিলা কলেজ,সোনাপুর ডিগ্রি কলেজ, চৌমুহনী এস. এ কলেজ,নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসা,সোনাপুর
ইসলামিয়া মাদ্রাসার প্রায় ১০ হাজার শিক্ষার্থীরা। আগামী যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন মেস
ভাড়া মওকুফের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। বাসা ভাড়া মওকুফ নিয়ে নোয়াখালী বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বরাবর খোলা চিঠি লিখেন।
খোলা চিঠিতে শিক্ষার্থীরা বলেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। মরণব্যাধি করোনার এই লগ্নে দেশ
ও জাতির কল্যাণে আপনারা তথা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত প্রত্যেক ভ্যানগার্ড ভালো থাকুক আল্লাহর কাছে সেটাই
প্রার্থনা করি। বঙ্গবন্ধু কন্যার নির্দেশে এবং আপনার তদারকিতে আজ নোয়াখালীর আপামর জনতা স্বস্তিতে আছে,
বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা কাজ হারিয়েছে, তারা আজ না খেয়ে নেই। এক্ষেত্রে আপনার ভূমিকা অপরিসীম।
আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যাদের জন্য আপনি অনেক কিছু করেছেন। বিশেষ
করে ভর্তি পরীক্ষার সময় আপনার সহযোগিতা তথা আপনার দেওয়া - ফ্রি বাস সার্ভিস, ফ্রি আবাসন ব্যবস্থা, ফ্রি
খাওয়ার ব্যবস্থা ইত্যাদি কর্মে আপনি তথা পুরো নোয়াখালী সারা বাংলাদেশ থেকে সুনাম অর্জন করেছে এবং এক
অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের বহু ক্রান্তিলগ্নে আপনার সহযোগিতা ও ভূমিকা অপরিসীম।

খোলা চিঠিতে শিক্ষার্থীরা আরো বলেন, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের ৮-৯ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে।
যাদের মধ্যে ৫ থেকে ৬ হাজারের বেশি শিক্ষার্থী শহরের বিভিন্ন বাসাবাড়িতে ভাড়া থাকে। যাদের অধিকাংশই মধ্যবিত্ত
বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং যারা অধিকাংশই টিউশন করিয়ে নিজের খরচ এবং বাসা ভাড়ার ব্যয় বহন
করে। করোনার এই ক্রান্তিলগ্নে এবং দেশের এই স্থবির অবস্থায় আমরা প্রত্যেক শিক্ষার্থী আজ অনিশ্চয়তায় ভুগছি।
কারণ আমাদের প্রত্যেকের উপার্জন বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আপনার সহযোগিতা
একান্তভাবে প্রয়োজন। আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে বর্তমান এবং ভবিষ্যৎ এই অনিশ্চিত বাসা
ভাড়া বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় বাসা ভাড়া মওকুফ অথবা আপনার শিক্ষার্থীবান্ধব সুদৃষ্ট
চিন্তাভাবনা আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রত্যাশা করি এবং সে সাথে আবারও ফ্রি
বাস সার্ভিস, ফ্রি আবাসন ও ফ্রি খাবারের মত বাসা ভাড়া মওকুফ বা তার উপযোগী সিদ্ধান্ত আপনার হাত ধরেই
নোয়াখালী বাসীর পক্ষ থেকে রচিত হয়ে সারা বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করুক সেই প্রত্যাশা করি। আপনার সুদৃষ্টি এবং
সুস্বাস্থ্য কামনায় আমরা নোবিপ্রবি শিক্ষার্থী।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম বলেন, শিক্ষার্থীদের বাসা ভাড়ার বিষয়টি নিয়ে
জেলা প্রশাসন বরাবর আবেদন করা হবে। আর আমি জেলা প্রশাসকের সাথে এবিষয়ে  কথা বলেছি। কোনো
শিক্ষার্থীকে বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য চাপ প্রয়োগ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি