ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তৌহিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফজলুল হক পাভেল, জাককানইবি প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৮:২৫, ৩ মে ২০২০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে (২৪) হত্যার প্রতিবাদে ও অপরাধী দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবীতে ময়মনসিংহ, নেত্রকোনা ও ত্রিশালে পৃথক পৃথক মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা।

রবিবার (৩মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষকদের ব্যানারে মানববন্ধন হয়। এতে সংহতি পোষন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান হাবীব, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলী, আসিফ ইকবাল প্রমুখ। মানববন্ধনে মুঠোফোনের মাধ্যমে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্য্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন,  ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও আমরা দৃশ্যমান কোন অগ্রগতি দেখছি না। আমাদের সন্তান হত্যার বিচার চাই এবং সেটি অনতিবিলম্বে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।

অন্যদিকে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থীরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাস স্ট্যান্ড ও ময়মনসিংহ শহরের জেলা প্রেসক্লাবের সামনে  মানববন্ধন করেছে। এসময় বক্তব্য রাখেন শাহীন হোসাইন সাজ্জাদ, কবীর আহমেদ সাকিব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম কিবরিয়া, সাদিকুল ইসলাম সকাল, সাব্বির আহম্মেদ সৈকত, মুনমুন সরকার, অভিষেক রঞ্জন দাস প্রমুখ। বক্তারা বলেন- অপরাধীকে দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনুন নতুবা এই দুর্যোগ সময়েও ঘরে বসে থাকবে না শিক্ষার্থীরা। তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ।

সেই সাথে নিহতের পরিবারকে অর্থনৈতিক সহযোগিতারও দাবী করা হয় মানববন্ধন থেকে।

অন্যদিকে নেত্রকোনায় তৌহিদুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  

'আমরা নেত্রকোনার সন্তান ' ব্যানারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।

এসময় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত তৌহিদের মামা আব্দুল আওয়াল, জেলা ছাত্রলীগের নেতা রবিউল আওয়াল শাওন, জাককানইবির সাবেক শিক্ষার্থী মৃণাল কান্তি ভট্টাচার্য্য, জাককানইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর, নেত্রকোনা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী রিয়াদ, দত্ত স্কুলের সাবেক শিক্ষার্থী ফাহিম রহমান খান পাঠান প্রমুখ।

 এ সময় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল হত্যার ঘটনাকে অন্যদিকে না ঘুরিয়ে সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানান তারা।  

উল্লেখ্য গত পহেলা মে ভোর রাতে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় মেস মালিক মোঃ সোলায়মান এর বাসায় ভাড়া থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে (২৪) ছুড়িকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায় । পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আল- আমিন জানান, আসামী সনাক্ত করতে ও আইনের আওতায় আনতে আমরা তৎপর । আশা করি আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি