অবশেষে ক্ষমা চাইলেন তৌসিফ
প্রকাশিত : ১৫:২০, ৩ জুন ২০২০
নাটকের সংলাপে চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে বিরুপ মন্তব্য করে ক্ষমা চাইলেন অভিনেতা তৌসিফ মাহবুব। ঈদে প্রচারিত একটি নাটকে শাকিব খানকে নিয়ে একটি সংলাপ ছিল তার। যেটাকে কেন্দ্র করে শাকিবভক্তরা চটেছেন ছোট পর্দার এ অভিনেতার ওপর।
জানা গেছে, রাফাত মজুমদার রিংকুর লেখা ও পরিচালনায় ‘ও মাই ডার্লিং’ শিরোনামের নাটকের একটি সংলাপে প্রেমিকা সাফা কবিরকে উদ্দেশ্য করে তৌসিফ বলেন, ‘তুই একটা ক্ষ্যাত, তোর চৌদ্দগোষ্ঠী ক্ষ্যাত, শাকিব খানের সিনেমা কেউ দেখে?’
গত ৩০ মে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ‘ও মাই ডার্লিং’ শিরোনামের নাটকটি। তারপর সেটি শাকিবভক্তদের নজরে আসে। এতে ক্ষেপে যান শাকিব ভক্তরা। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে সামাজিক যােগাযোগ মাধ্যমে। শেয়ার হয় বিভিন্ন ফেসবুক পেজে। বিষয়টি নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে ভক্তদের মাঝে।
এদিকে শাকিব ভক্তদের এমন প্রতিক্রিয়ায় ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি বলেন, ‘শাকিব ভাই ইন্ডাস্ট্রির বড় তারকা। তাঁকে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়নি।’
এক প্রতিক্রিয়ায় তৌসিফ বলেন, ‘আমি শাকিব-ভক্ত বা শাকিব খানকে ব্যক্তিগতভাবে আঘাত করিনি। এই সংলাপটি স্রেফ নাটকের অংশ। নাটক তো নাটকই। বাস্তব ঘটনা না।’
তিনি আরো বলেন, ‘আমার ধারনাই ছিল না যে, নাটকের একটি সংলাপকে কেন্দ্র করে শাকিব-ভক্তরা এমন আচরণ করবেন। আমি নিজেও শাকিব ভাইয়ের ‘শিকারি’ দেখার পর তাঁর ভক্ত হয়ে গেছি। সবশেষ তাঁর ‘বীর’ সিনেমাটিও দেখেছি আমি।’
ছোট পর্দার এই অভিনেতা বলেন, ‘আমি তো আগেই বললাম, আমি যদি জানতাম শাকিব-ভক্তরা নাটকের সংলাপের কারণে ক্ষেপে যাবেন, তাহলে নাট্যকারকে বলতাম সংলাপটি ফেলে দিতে। তা ছাড়া এই নাটকের শুটিং হয়েছে অনেক আগে।’
ভক্ত ও শাকিব খানের কাছে দুঃখ প্রকাশ করে তৌসিফ বলেন, ‘আমার ওই সংলাপের কারণে শাকিব-ভক্তরা বা শাকিব ভাই যদি মনে আঘাত পেয়ে থাকেন, আমি দুঃখিত।’
এসএ/