ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সংগীতশিল্পী নিলুফার বানু লিলি আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১১ জুন ২০২০

Ekushey Television Ltd.

বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী নিলুফার বানু লিলি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বিকেল ৫টার দিকে রাজধানীতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

লিলির মেয়ে অনিন্দিতা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মা অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তাকে কেমো দেওয়া হচ্ছিল। সর্বশেষ কেমোর পর উনি বেশ অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল বিধায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তবে মৃত্যুর সময় তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, লালন-মুশির্দী-আধুনিক গানেও নিলুফার বানু লিলি পারদর্শী ছিলেন। দেশের পাশাপাশি গান নিয়ে বিদেশেও একাধিকবার সফর করেছেন এই শিল্পী। তার প্রকাশিত অ্যালবামের মধ্যে রয়েছে নীল জল দিগন্ত, অপরূপা ও অনিন্দিতা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি