অজয় দেবগনের অনলাইনেই আস্থা!
প্রকাশিত : ২০:২৯, ১১ জুন ২০২০
এখনও নিশ্চিত নয় সিনেমা হল কবে খুলবে। খোলার পরে দর্শক সমাগমও অনিশ্চিত। সেই কারণেই হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন একের পর এক প্রযোজক ওটিটি-তে ছবি রিলিজ় করার। সুজিত সরকার, কর্ণ জোহরের পরে এ বার অজয় দেবগণের নাম শোনা যাচ্ছে। অজয়ের প্রযোজনা দু’টি ছবি রয়েছে ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ এবং ‘দ্য বিগ বুল’। শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে সেই দু’টিই ওটিটি রিলিজ় করতে পারে।
‘ভুজ’ ছবিটির কিছু অংশের এখনও শুট বাকি। শেষ পর্যায়ে ‘দ্য বিগ বুল’-এর পোস্ট প্রোডাকশন। শোনা যাচ্ছে ১৯৭১ সালের যুদ্ধের ওপরে তৈরি ওয়ার ড্রামা ‘ভুজ’-এর বাকি থাকা অংশ নাকি এডিট এবং স্পেশ্যাল এফেক্টসের মাধ্যমে সেরে ফেলার কথা ভাবছেন নির্মাতারা।
প্রযোজকের পাশাপাশি অজয় ছবির প্রধান চরিত্রও। এ ছাড়া সঞ্জয় দত্ত ও সোনাক্ষী রয়েছেন। আর্থিক কেলেঙ্কারির সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ‘দ্য বিগ বুল’-এ অভিনয় করেছেন অভিষেক বচ্চন, ইলিয়ানা ডিক্রুজ় প্রমুখ। এই দু’টি ছবির মধ্যে ‘দ্য বিগ বুল’-এর অনলাইন প্রিমিয়ার প্রায় নিশ্চিত। অজয় এখনও দোটানায় বড় ক্যানভাসের পিরিয়ড ড্রামা ‘ভুজ’ নিয়ে বরং।
এসি