ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইরিনের কণ্ঠে তসলিমা নাসরিনের ‘ভুল প্রেমে কেটে গেছে...’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ১৬ জুন ২০২০ | আপডেট: ০০:৩৩, ১৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা আইরিন সুলতানা এবার দর্শকদের সামনে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। এবার তাকে দেখা যাবে একজন আবৃত্তিকার হিসেবে। শ্রোতা এবার প্রমাণ পাবেন যে, তিনি অভিনয়ের পাশাপাশি আবৃত্তিতেও সিদ্ধহস্ত।

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতা ‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ কে আবৃত্তির জন্য আইরিন বেছে নিয়েছেন। কবিতাটি আবৃত্তির পাশাপাশি ভিজ্যুয়ালেও দেখা যাবে।

আবৃত্তিকার আইরিন নিজের ইউটিউব চ্যানেল চালু করতে যাচ্ছেন এ কবিতার ভিডিও প্রকাশের মধ্য দিয়েই ।

আইরিন একুশে টিভিকে বলেন, এই কবিতাটি আমার খুব প্রিয়। নতুন একটি ইউটিউব চ্যানেল করছি, আমার নামেই। ‘আইরিন সুলতানা’ এই নামে আমার ভক্তরা আমার কাজগুলো এখানে পাবে। তাই শুরুতেই আমার পছন্দের একটি কবিতা দিয়ে শুরু করলাম।

আইরিন বলেন, গত ১৪ তারিখে ঢাকার বিভিন্ন জায়গায় শুট করেছি। আগামী ঈদের আগে ইউটিউবে উন্মুক্ত করার ইচ্ছা আছে। তার আগে কিছু প্রমোশনাল দেবো। আমাকে যারা পছন্দ করে বা করে না সবাই আমার কাজগুলো যাতে দেখতে পায় সে জন্য ধারাবাহিকভাবে কিছু কাজ করবো। শুরুতেই তসলিমা নাসরিনের আমার প্রিয় এই কবিতা দিয়েই শুরু করলাম।

‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত’ কবিতার ভিডিও পরিচালনা করেছেন ইভান মনোয়ার।

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি