ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সস্ত্রীক করোনা মুক্ত হলেন সোহানুর রহমান সোহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১৮ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

সস্ত্রীক করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। সোমবার তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এতদিন তারা নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। করোনামুক্ত হলেও শারীরিকভাবে অসুস্থ এ গুণী নির্মাতা। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

সোহানুর রহমান সোহান বলেন, ‘সবার দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানি, আজ আমাদের দুজনেরই করোনার ফল নেগেটিভ এসেছে। খবরটা পাওয়ার পর মানসিক শান্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবারও যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারি।’

করোনামুক্ত হলেও শারীরিকভাবে খুব একটা ভালো নেই সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘শরীর প্রচণ্ড দুর্বল। বিছানা থেকে উঠতে পারি না। মাথা তুলতে পারি না। উঠে দাঁড়ালেও ভারসাম্য রাখতে পারছি না। মনে হচ্ছে, পেছন থেকে কেউ যেন টেনে ধরে রেখেছে। চোখে উঁচুনিচু দেখি। ঠিকমতো পা ফেলতে পারি না। সবমিলিয়ে খুব একটা ভালো নেই শরীর। তবে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আরো আটটি ইনজেকশন বাকি আছে। ডাক্তার বলেছে, আরো সাত দিন আমাকে বেড রেস্টে থাকতে হবে। সবার দোয়া ও আল্লাহর অশেষ মেহেরবানিতে করোনা নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ।’

এর আগে বেশ কিছু দিন ধরে শারীরিকভাবে দুর্বল ছিলেন সোহানুর রহমান সোহান। কোনো গন্ধ পেতেন না, খাবারের স্বাদও পেতেন না। পরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করান। গত ৭ আগস্ট রাতে এ দম্পতির করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি