ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধ হয়ে গেল বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চলমান বৈশ্বিক মহামারি করোনায় বন্ধ মাল্টিপ্লেক্সসহ দেশের সকল প্রেক্ষাগৃহ। সবকিছু যখন ধীরে ধীরে স্বাভাবিকের পথে তখন অনেকে দাবি তুলেছিলেন সিনেমা হলগুলোও খুলে দিতে। কিন্তু এরই মধ্যে দুঃসংবাদ দিয়েছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স। যা আর কখনো খুলবে না বলে জানা গেছে। 
 
আজ মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘দুঃখজনক হলেও সত্য যে, বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। শপিংমল কর্তৃপক্ষ সিনেপ্লেক্স বন্ধের জন্য আমাদের নোটিশ দিয়েছে। তবে আমাদের অন্য সবগুলো শাখাই চালু থাকবে।’

২০০২ সালে বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে দেশের প্রথম ডিজিটাল এবং অত্যাধুনিক সুবিধা সংবলিত স্টার সিনেপ্লেক্স। ঢাকাবাসীর পাশাপাশি সারাদেশের সিনেমাপ্রেমীদের ভালোবাসা অর্জন করে নিয়েছিল এই প্রেক্ষগৃহটি।

এর আগে দেশের সিনেপ্লেক্সগুলোকে বাঁচাতে সংবাদ সম্মেলন করে সরকারি অনুদানের দাবি জানানো হয়েছিল। যেখানে অনুদান না পেলে এ সিনেমাহলগুলো বন্ধ হয়ে যাবে বলে আভাস দেওয়া হয়েছিল ওই সংবাদ সম্মেলনে। 

কিন্তু করোনার প্রকোপ না থামায় শেষ পর্যন্ত সংকট কাটিয়ে উঠতে না পারায় দীর্ঘ ১৮ বছরের জার্নির ইতি ঘটলো সিনেপ্লেক্সটির। 

এআই//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি