ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেলারেই টানটান উত্তেজনা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ৪ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১২:২৭, ৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

প্রকাশ পেয়েছে জেমস বন্ডের ‘নো টাইম টু ডাই’র দ্বিতীয় ট্রেলার। পূর্বের মত এবারও শ্বাসরুদ্ধকর অ্যাকশন ও টানটান উত্তেজনা নিয়ে পর্দা কাঁপাতে আসছে সিনেমাটি। সেই সঙ্গে দুর্ধর্ষ গোয়েন্দা জেমস বন্ড রূপে শেষবারের মতো আসছেন ড্যানিয়েল ক্রেগ। সিনেমাটি মুক্তি পাচ্ছে নভেম্বর মাসে।

সম্প্রতি ২৫তম বন্ড সিনেমার নতুন পোস্টার শেয়ার করে জানানো হয়, আসছে নভেম্বর মাসেই সিনেমা হলে মুক্তি পাবে জেমস বন্ড। 

‘নো টাইম টু ডাই’ সিনেমায় দেখা যাবে জেমস বন্ড তার কর্মক্ষেত্র থেকে বিশ্রাম নেন। জ্যামাইকাতে শান্তিপূর্ণ জীবন উপভোগ করছিলেন তিনি। কিন্তু তার সেই শান্তির ক্ষণ অল্পতেই শেষ হয়ে যায়। সিআইএ-তে কাজ করা তার পুরনো বন্ধু ফেলিক্স লেইটার বিপদে পড়ে বন্ডের সাহায্য চান। অপহৃত এক বিজ্ঞানীকে উদ্ধার করতে হবে। কিন্তু সেই মিশন প্রত্যাশার চেয়েও বেশি জটিলতা ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এক বিস্ময়কর ভিলেন ও তার অত্যাধুনিক প্রযুক্তির ভয়ংকর অস্ত্রের সঙ্গে লড়তে হবে জেমস বন্ডকে।

ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেইগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, র্যাল্ফ ফিয়েনস, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।

সিনেমাটির দ্বিতীয় ট্রেলার প্রকাশের পর বন্ডভক্তদের মধ্যে উত্তেজনা কাজ করছে। তারা অপেক্ষায় আছেন পুরো সিনেমাটি দেখার।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি