ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

দাদার কথা ও সুরে নাতনির গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২০

বরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। বেশ কিছু দিন ধরে নতুন কোনো গানের সুর করছেন না তিনি। তবে এবার অনেক দিন পর সুর করলেন এই গীতিকবি। তবে কোনো খ্যাতিমান শিল্পী নয়, তার সুর করা গানটি রেকর্ড করা হয়েছে নাতনি আরশিয়ার কণ্ঠে। 

‘সারেগামাপাধা, আমার দাদি দাদা/ বানাতে চায় শিল্পী আমায় বড়/ ফুপি এসে বলে লক্ষ্মীসোনা এবার হারমোনিয়াম ধরো’- এমন কথায় সাজানো গানটির কথাও লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার নিজেই। সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু। 

আট বছর বয়সী আরিশিয়ার কণ্ঠে নিজের লেখা ও সুর করা গান শুনে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমার মেয়ে দিঠির বয়স যখন আট তখন তার গান লিখেছিলাম। বহু বছর পর এবার নাতনির জন্য কোনো গান তৈরি করলাম। গান গাওয়ার মুহূর্তে যে উচ্ছ্বাস আরশিয়ার মধ্যে দেখেছি, তা আমাকে মুগ্ধ করেছে। সে কেমন গাইলো সেই প্রশ্নে যাব না, বরং যারা জেনেবুঝে গান করেন, তাদের কাছে আরশিয়া অনুপ্রেরণা পাবেন- এটাই প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আরশিয়ার মতো যারা গানের ভুবনে নতুন, তাদের অনুপ্রেরণা দিতে হবে যাতে করে গানের নতুন একটি প্রজন্ম তৈরি হয়। সেটা করতে পারলেই আমরা গানের ভুবনে ভালো কিছু শিল্পীর ওঠে আসা দেখতে পাব।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি