ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আসছে ওয়েব ফিল্ম ‘সাইকো লাভার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘সাইকো লাভার’। এক প্রেমিকার দুই প্রেমিকের পাগলামি নিয়েই ওয়েবটি নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা আফফান মিতুল ও চিত্রনায়িকা অরিন।

‘সাইকো লাভার’ পরিচালনা করেছেন সবুজ খান। জীবনের চলার পথে যে কোনো ক্ষেত্রেই সাইকোপ্যাথ যে কী ভয়ঙ্কর ক্ষতিকর প্রভাব ফেলে তা চিত্রিত হয়েছে এই ফিল্মে।

এ বিষয়ে জয় চৌধুরী বলেন, ওটিটি সাইডে এটি আমার প্রথম কাজ। গল্পটা সত্য ঘটনা অবলম্বনে হওয়ায় ভাল লেগেছে। বন্ধুত্বর মাঝে কেউ সাইকো থাকলে তখন একটি দুর্ঘটনায় কতগুলো জীবন যে নষ্ট হয়ে যেতে পারে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। আর ছেলে মেয়ে আসলে কখনো বন্ধু হয় না। সেখানে ভাল লাগা বা ভালোবাসার একটা টান থাকে। স্বার্থ ছাড়া বন্ধুত্ব হয় না। বর্তমান যুগের বন্ধুদের এখান থেকে অনেক কিছু শেখার আছে।

সাইকো লাভারের দৃশ্যধারণের কাজ ইতমধ্যে শেষ হয়েছে। ঢাকাসহ বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়। শিগগিরই ওটিটি প্লাটফর্মে ফিল্মটি মুক্তি দেওয়া হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি