ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

নতুন জেমস বন্ড টম হার্ডি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ২০ সেপ্টেম্বর ২০২০

ড্যানিয়েল ক্রেগ আর নয়। তাঁর জায়গায় নতুন জেমস বন্ড হচ্ছেন আইরিশ অভিনেতা টম হার্ডি। যদিও নির্মাতাদের তরফে একথা এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে আয়ারল্যান্ডের 'দ্য ভ্যালকন' পত্রিকার প্রতিবেদন অনুসারে ড্যানিয়েল ক্রেগের জায়গা নিচ্ছেন এই আইরিশ অভিনেতা।

পত্রিকাটির প্রতিবেদনে আরও লেখা হয়েছে, 'নো টাইম টু ডাই' মুক্তি পাওয়ার পরে 'এজেন্ট-007' চরিত্রে দেখা যাবে টম হার্ডিকে। করোনা মহামারীর কারণেই নির্মাতাদের তরফে এই ঘোষণা হতে দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে।

এর আগে অবশ্য প্রথম আইরিশ হিসেবে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছিলেন পিয়ার্স ব্রোসনান। ২০১৮ সালে এসে তিনিই ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারের টম হার্ডিকে জেমস বন্ড করার পরামর্শ দিয়েছিলেন। এমনকি ড্যানিয়ালের চেয়েও টম হার্ডিকে জেমস বন্ড হিসাবে বেশি মানাবে বলে দাবি করেছিলেন পিয়ার্স ব্রসনান।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি