ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

অবশেষে জামিন পেলেন শওকত আলী ইমন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১ অক্টোবর ২০২০

অবশেষে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন। তার বড় বোন সংগীতশিল্পী আবিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। 

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) জামিনে তার মুক্তির আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

এর আগে গেল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শওকত আলী ইমনের আইনজীবী ঢাকা মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রিদিতা রেজা বাদী হয়ে রমনা থানায় যৌতুকের জন্য মারধরের ঘটনায় রমনা থানায় স্বামী শওকত আলী ইমনের নামে একটি মামলা করেন।
এরপর ২৫ সেপ্টেম্বর ইমনকে তার ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করে রাজধানীর রমনা থানা পুলিশ। শনিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বছরের ২৭ ফেব্রুয়ারি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা রিদিতা রেজাকে বিয়ে করেন শওকত আলী ইমন। এটি ছিল তার তৃতীয় বিয়ে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি