ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

মারা গেছেন সর্বকালের সেরা গিটারিস্ট ভ্যান হ্যালেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ৭ অক্টোবর ২০২০

সর্বকালের সর্বশ্রেষ্ঠ গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ৬৫ বছর বয়সী এই বিশ্বখ্যাত গিটারিস্ট। তিনি মাইকেল জ্যাকসনের একসময়ের সহশিল্পী ছিলেন।

তিনি একাধারে গীতিকার, প্রযোজক ও উদ্ভাবনী গিটারিস্ট। তার জন্ম ১৯৫৫ সালে নেদারল্যান্ডসে। ১৯৭২ সালে আমেরিকান রক ব্যান্ড ‘ভ্যান হ্যালেন’র সহ-প্রতিষ্ঠাতা তিনি। তার সঙ্গে ছিলেন তার ভাই ও ড্রামার অ্যালেক্স ভ্যান হ্যালেন, ব্যাসিস্ট মার্ক স্টোন ও গায়ক ডেভিড লি রোথ। দু’হাতে সমান তালে সোলো টেকনিকে গিটার ট্যাপিং করার জন্য তিনি অসম জনপ্রিয় ছিলেন।  

২০১২ সালে ‘গিটার ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের পাঠক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় শীর্ষস্থান দখল করেন ভ্যান হ্যালেন।
এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি