ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে যা বললেন কুমার শানুর ছেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৩, ৯ অক্টোবর ২০২০

মায়ের গর্ভে থাকার সময়ই তার মা এবং বাবার বিচ্ছেদের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমার শানুর ছেলে জান কুমার শানু। সম্প্রতি ‘বিগ বস ১৪’র একজন প্রতিযোগী জান কুমার শানু বিষয়টি জানিয়েছেন। বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদের পর মা রীতা ভট্টাচার্যেই তাকে বড় করেছেন বলেও জানান তিনি। 

জেসমিন ভাসিন, সারা গুরপাল, নিক্কি তাম্বোলি তাদের ছোটবেলা নিয়ে কথা বলেন জান। তিনি বলেন,‘ আমার কাছে মা-বাবা বলতে সবটাই আমার মা। যখন আমি মায়ের গর্ভে  ছিলাম, তখনই আমার বাবা-মা আলাদা হয়ে যান। ছোট থেকে আমি আমার মায়ের কাছেই বড় হয়েছি। উনিই আমার মা-বাবা সব। আমি এখানে আসার আগে সবচেয়ে বেশি আমার মাকে নিয়েই চিন্তিত ছিলাম। ভালোবাসা নিয়েও আমি মায়ের মতো প্রাচীনপন্থী।’

উল্লেখ্য, ১৯৯৮ সালে সংগীত শিল্পী কুমার শানুর সঙ্গে রীতা ভট্টাচার্যের বিবাহ-বিচ্ছেদ হয়। এরপর ছেলে জান কুমার শানুকে একা হাতে বড় করেছেন রীতা। জান কুমার শানুর আসল নাম জয়েস ভট্টাচার্য। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি