ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

তিনটি গানে সুর দিলেন আহমেদ কিসলু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ১০ অক্টোবর ২০২০ | আপডেট: ২০:১৫, ১০ অক্টোবর ২০২০

আহমেদ কিসলু

আহমেদ কিসলু

সম্প্রতি উপমহাদেশের কিংবদন্তি গীতি কবি গাজি মাজহারুল আনোয়ার-এর ৫টি গানের মধ্যে তিনটি গানেই সুর ও সংগীত পরিচালনা করেছেন সুরকার ও সংগীত পরিচালক আহমেদ কিসলু। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মনির খান, ন্যান্সি ও দিঠি আনোয়ার। অডিও-ভিডিও করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গানের ডালির অন্য রকম আয়োজনে।

আহমেদ কিসলু গাজি মাজহারুল আনোয়ার-এর আরো একটি ডুয়েট গান করছেন বরেণ্য শিল্পী আসিফ আকবর ও দিঠি আনোয়ারের জন্য। এ মাসেই নতুন দুইটি ছবির গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নতুন শিল্পীদের নিয়েও গান করছেন আহমেদ কিসলু। 

এই সুরকার ও সংগীত পরিচালক বলেন, চলমান করোনা কালীন সময়ে মহান আল্লাহর শুকরিয়া যে, এখন পর্যন্ত সুস্থতার সাথে কাজ করে যাচ্ছি। সবার কাছে দোয়া কামনা করছি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি