ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ফের জুটি হলেন আঁচল-জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ১৮ অক্টোবর ২০২০ | আপডেট: ১৬:০৯, ১৮ অক্টোবর ২০২০

এবারই প্রথম সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। সিনেমাটির নাম ‘আয়না’। এতে আয়না রূপে দেখা যাবে আঁচলকে। আর এ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন আঁচল ও জয় চৌধুরী।

সিনেমাটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবার। এর আগে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’ সিনেমায় জয় ও আঁচলকে দেখা গিয়েছিল। এই জুটির এটি দ্বিতীয় সিনেমা। 

আজ (১৮ অক্টোবর) রবিবার শুভ মহরতের মাধ্যমে ঢাকার অদূরে সাভারে স্বাস্থ্যবিধি মেনে নতুন চলচ্চিত্রের শুটিং শুরু হয়। এই লটের শুটিং চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ঢাকা ও দেশের অন্যান্য লোকেশনে শুটিং হবে।

সিনেমার গল্প প্রসঙ্গে মনতাজুর রহমান আকবার বলেন, ‘অর্থাভাবে মানুষের বাড়িতে কাজ করে আয়না। এক সময় সে জমিদারের কু-নজরে পড়ে। এ নিয়ে জটিলতা তৈরি হয়। এভাবেই সিনেমার গল্প এগিয়ে যায়।’

চিত্রনায়িকা আঁচল বলেন, ‘প্রথমবারের মতো নাম ভূমিকায় অভিনয় করছি। গল্পের কারণেই সিনেমাটি করতে আগ্রহী হয়েছি। গ্রামীণ পটভূমি নিয়ে এর গল্প সাজানো হয়েছে। আয়না চলচ্চিত্রের জন্য নিজেকে নতুন করে প্রস্তুত করেছি। ভালো চলচ্চিত্র ও চরিত্র পেলে নিয়মিত কাজ করতে চাই।’

জয় চৌধুরী বলেন, ‘আমার চরিত্রটিতে আমাকে দেখা যাবে খেটে খাওয়া অজপারা গ্রামের একজন সাধারণ মানুষ হিসেবে। সৎ ও নিষ্ঠাবান সব কিছুর মূলে তার পরিবার। পরিবারের মুখে দু-বেলা ভাত দিতে অন্যর জমিতে কৃষি কাজ করি। একটা সময়ে কাজ করতে গিয়ে অন্যায় দেখতে পেয়ে সেখানে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই। বাসার কাজের মেয়েকে অত্যাচার থেকে রক্ষা করি। পরবর্তীতে আমাদের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। ভালোলাগা থেকে ভালোবাসা। তারপর বিভিন্ন রুপ নিতে থাকে। এ সিনেমাতে দর্শক অনেক বার্তা পাবে। অনেক কিছু শেখার আছে সিনেমাটিতে।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি