ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

সাড়া পাচ্ছে ‘বলো দুগ্গা মাঈকী’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২৮ অক্টোবর ২০২০

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘বলো দুগ্গা মাঈকী’ শিরোনামের একটি গান। সাহিদ হিরার সুরে গানটি গেয়েছেন সুর্মি রয়। এটি লিখেছেন জাকির সায়েদ। গানটির মিউজিক করেছেন এমএম.পি রনি। রাজু আহমেদ এর ভিডিও পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন সামান্তা, রিয়েল সহ আরও অনেকে।

দুর্গাপূজা উপলক্ষে গত ২৪ অক্টোবর ‘সান প্রডাকশন হাউস’র ব্যানারে গানটি মুক্তি পায়। মুক্তির পর থেকেই বেশ সাড়া পাচ্ছে ভিডিওটি। 

এনিয়ে সুরমী রয় বলেছেন, ‘আমার জীবনের প্রথম মৌলিক গান ‘বলো দূগ্গা মাঈকী জয়’। আর প্রথম গানে এতো সারা পেয়ে আমার কাজের প্রতি উৎসাহটা আরও বেড়ে গেছে। এইভাবে সকলের ভালোবাসা থাকলে অনেক ভালো ভালো গান উপহার দিব।’ 

এই প্রসঙ্গে তারা বলেন, ‘নিজেদের সব টুকু দিয়ে কাজটি করেছি। গানটি নিয়ে আমরা সবাই আশাবাদী। আসা করি গানটি সবাই দেখবেন অনেক ভালো লাগবে।’

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি