ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ সিঙ্গাপুর থেকে ফিরছেন ফারুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৯ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেড় মাস পর ঢাকায় ফিরছেন সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। শারীরিকভাবে সুস্থ বোধ করায় আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের সাড়ে ৩টার এক ফ্লাইটে দেশে ফিরছেন তিনি। তার সঙ্গে স্ত্রী ফারহানা ফারুকও আসছেন। 

জ্বর নিয়ে দেশের একাধিক হাসপাতাল ঘুরে উন্নত চিকিৎসার জন্য সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গিয়েছিলেন এই অভিনেতা।

এ বিষয়ে ফারুক বলেন, ‘সবার দোয়ায় আমি এখন মোটামুটি সুস্থ। আপাতত কিছুদিন বিশ্রামে থাকতে হবে। সবার কাছে দোয়া চাইছি।’

এর আগে জ্বর নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল ঘুরে রোগ শনাক্ত না হওয়ায় সিঙ্গাপুরে উড়াল দিয়েছিলেন তিনি। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষায় যক্ষ্মা ধরা পড়েছিল বলে জানান ফারুক।

এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি