ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত রাজ্জাক পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ২৪ নভেম্বর ২০২০ | আপডেট: ১৫:৩৭, ২৪ নভেম্বর ২০২০

করোনায় আক্রান্ত হয়েছে নায়করাজ রাজ্জাকের দুই সন্তান রেজাউল করিম বাপ্পারাজ ও খালিদ হোসাইন সম্রাটের পরিবার। গত ১৯ নভেম্বর এ দুই চিত্রনায়কের পুরো পরিবারের করোনা-পরীক্ষার ফল পজিটিভ আসে।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন খালিদ হোসাইন সম্রাট। 

তিনি বলেন, ‘আম্মা (খায়রুন্নেছা লক্ষ্মী) বাদে আমাদের দুই ভাইয়ের পরিবারের সবার করোনা-পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা সবাই ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছি। সব ঠিক থাকলেও শরীর বেশ দুর্বল।’

আপাতত নায়ক রাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষ্মী ক্যান্টনমেন্টে তার মেয়ের বাসায় অবস্থান করছেন। বিষয়টি উল্লেখ করে সম্রাট বলেন, আল্লাহর অশেষ রহমতে এখন সুস্থ আছি। মা এখন বোনের বাসায় আছেন। আমাদের বাসা লক করে দেওয়া হয়েছে। আমাদের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।
 
উল্লেখ্য, ব্যক্তিজীবনে নায়করাজ রাজ্জাক ১৯৬২ সালে খায়রুন্নেছা লক্ষ্মীকে বিয়ে করেন। এ দম্পতির পাঁচ সন্তান। তাঁরা হলেন রেজাউল করিম বাপ্পারাজ, নাসরিন পাশা শম্পা, রওশন হোসাইন বাপ্পী, আফরিন আলম ময়না ও খালিদ হোসাইন সম্রাট। তবে বাবার মতো সিনেমার পর্দায় নাম লিখিয়েছেন বাপ্পারাজ ও সম্রাট।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি