ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

শাহাদাত রাসএল এর ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’ পুরস্কৃত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ২১ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২২:০২, ২১ ডিসেম্বর ২০২০

করোনা পরিস্থিতি ও একজন নারীর একাকীত্বকে উপজিব্য করে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহাদাত রাসএল। জেবুন্নেসা টুনটুনির একক অভিনীত চলচ্চিত্রটি মুম্বাইয়ে অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল করোনা ভাইরাস ফিল্ম ফেস্টিভ্যাল' এ সেকেন্ড ইন্টারন্যাশনাল বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অর্জন করে। 

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিনে ঘোষণা করা হয় ফেস্টিভ্যালের বিজয়ীদের নাম। এই প্রাপ্তিটা তাই শাহাদাত রাসএল এর কাছে বিশেষ। বিশ্বের ১০৮টি দেশ থেকে ২৮০০ চলচ্চিত্র অংশ গ্রহণ করে এই ফেস্টিভ্যালে। বিচারক হিসেবে ছিলেন সংগীত শিল্পী সনু নিগাম, অভিনেতা ও প্রযোজক ধীরাজ কুমার, সমাজকর্মী লায়লা তায়বিজ ও পদ্ম শ্রী আলক মেহতা। 

শাহাদাত রাসএল নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা রিভার’, ‘কালার অব চাইল্ডহুড’, ‘ডেফিনিশন অব পলিটিক্স’। এর আগে পৃথিবীর বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভ্যালে ১৬টির বেশি পুরস্কার অর্জন করে। ইনভিজিবল কোয়ারেন্টিন ফিল্মের মিউজিকের পাশাপাশি প্রযোজক হিসেবে ছিলেন সংগীত শিল্পী নির্ঝর চৌধুরী।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি