ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রকাশ্যে এল ‘কমান্ডো’র টিজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০২, ২৫ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২৩:০৪, ২৫ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। ঢাকা, কুমিল্লাসহ একাধিক জায়গায় হামলার ছক কষেছে জঙ্গিরা। আর তাদের সেই মিশন বানচাল করার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন 'কমান্ডো' দেব। এমনই একটি গল্প নিয়ে আসছে সুপারস্টার দেবের প্রথম বাংলাদেশের ছবি 'কমান্ডো'।

২৫ ডিসেম্বর, বড়দিনে মুক্তি পেয়েছে 'কমান্ডো' টিজার। যেটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন দেব। লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান, আপনাদের জন্য রইল আমার বাংলাদেশের প্রথম সিনেমা কমান্ডোর টিজার। আমার পাশে থাকার জন্য বাংলাদেশের সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি আপনাদের এই সিনেমাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে।’

প্রসঙ্গত, শুধু দেবই নয় কমান্ডো ছবির টিজারে দেখা গেল কলকাতার একাধিক অভিনেতাকে। দেখা গেল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। শান্তিলাল মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়কে।

কমান্ডো ছবিটি পরিচালনা করছেন পরিচালক শামীম আহমেদ রনী। জানা যাচ্ছে, প্রথম এই ছবির নাম রাখা হয়েছিল মিশন সিক্সটিন। পরে কোনও কারণে ছবির নাম বদলে দেওয়া হয়েছে। করোনা মহামারির কারণে সিনেমাটির মুক্তিও পিছিয়ে গেছে।

 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি