ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুবলীর বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১০:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা শবনম বুবলী। অনেক দিন আড়ালে ছিলেন তিনি। তবে সম্প্রতি নতুন সিনেমার খবর দিয়ে ফিরেছেন এই নায়িকা। নতুন খবর হচ্ছে নির্যাতিত নারীদের সচেতন করতে ফেসবুকে একটি সচেতনতামুলক বার্তা তুলে ধরেন তিনি।

বুবলী লিখেন, ‘স্বামীর নির্যাতন থেকে শুরু করে পথে-ঘাটে যেকোনো অপ্রীতিকর ঘটনায় নারী নিজেকে অনিরাপদ মনে করলে পাশে পাবেন পুলিশের কুইক রেসপন্স টিমকে (কিউআরটি)। দিন-রাত যেকোনো সময় এ দলকে পাশে পেতে ফোন করতে হবে ০১৩২০০৪২০৫৫ নম্বরে (হটলাইন)। তবে প্রচারের অভাবে এখন পর্যন্ত আশানুরূপ ফোন পাচ্ছে না।’

পোস্টটি করার পর নেটিজেনরা মন্তব্য করে সাধুবাদ জানিয়েছেন বুবলীকে। 

উল্লেখ্য, সোমবার (১৫ ফেব্রুয়ারি) বুবলী নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘নীল চোখ’ নামের নতুন এ সিনেমা পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। শাপলা মিডিয়ার ব্যানারে এই সিনেমা প্রযোজনা করেছেন সেলিম খান। এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন নিরব।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি