ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনাক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ৭ এপ্রিল ২০২১ | আপডেট: ২০:৫৩, ৭ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৫ এপ্রিল সোমবার থেকে কেবিনে আছেন।

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমকে বলেন, শনিবারের দিকে ম্যাডামের জ্বর আসে। শরীরে ব্যথাও ছিল। নমুনা পরীক্ষা করতে দিলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর ৫ এপ্রিল থেকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন। কেবিনেই আছেন তিনি।

বাংলাদেশের অসংখ্যা জনপ্রিয় সিনেমার নায়িকা কবরী। ১৯৯৪ সালে ‘সুতরাং’ ছবি দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।

কবরী সিনেমা প্রযোজনার পাশাপাশি গত বছর সর্বশেষ নির্মাণ শুরু করেন অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’। সরকারি অনুদানের এ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তিনি নিজেই। তবে ছবির কাজ এখনো শেষ করতে পারেননি। 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি