ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার মা-বাবার গোপন তথ্য ফাঁস করলেন কঙ্গনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ১৯ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

এবার বাবা-মায়ের বিয়ের গোপন তথ্য সামনে নিয়ে এসেছেন কঙ্গনা রানাউত। সোমবার বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে তাদের বিয়ের ছবি শেয়ার করে অজানা কথা সামনে এনেছেন তিনি। অভিনেত্রীর ক্ষোভ, নিজেদের বিয়ের বিষয়ে আসল কথা তার কাছে লুকিয়ে গিয়েছিলেন তার বাবা-মা। 

কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আজ আমার বাবা-মায়ের বিবাহবার্ষিকী। প্রথমদিকে আমার বাবা-মা তাদের বিয়ে নিয়ে আমাদের কাছে মিথ্য বলেছিলেন। পরে বড় হয়ে আমরা দিদার কাছে পুরো বিষয়টা জানতে পারি। দিদা বলেছিলেন, আমার বাবা-মায়ের অ্যারেঞ্জ ম্যারেজটা আদপে সাজানো ঘটনা ছিল। আদপে তারা একে অপরের প্রেমে পড়েছিলেন আগেই। বাবা কলেজ থেকে ফেরার পথে মাকে প্রথম বাসস্ট্যান্ডে দেখেছিলেন। মা যে বাসে উঠতেন, বাবাও নিয়মিত ওই বাসেই উঠতেন, যতক্ষণ না মা তার দিকে তাকান।’

এখানেই শেষ নয়,  কঙ্গনা আরও লিখেছেন, ‘'বাবা যখন বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, দাদু সেই প্রস্তাব খারিজ করে দেন। কারণ বাবার সুনাম ছিল না। দাদু মায়ের জন্য সরকারি চাকুরে পাত্র দেখেছিলেন। কারণ, মা দাদুর প্রিয় ছিল, মেয়েকে তিনি গুড্ডি বলে ডাকতেন। তবে মা অনেক লড়াই করে দাদুকে রাজি করিয়েছিলেন।’ 

কঙ্গনা এর আগে জানিয়েছিলেন, তার বাবা-মা বিনোদন দুনিয়ায় তার কেরিয়ার গড়ার বিপক্ষে ছিলেন। যে কারণে প্রায়ই তার বাবার সঙ্গে ঝগড়া হত। কারণ কঙ্গনার বাবা চাইতেন তাদের মেয়ে ডাক্তার হোক। কঙ্গনা একবার এক টুইটে লিখেছিলেন, একবার তার বাবা তাকে চড় মারতেও গিয়েছিলেন। তখন কঙ্গনা তা রুখে পাল্টা বলেছিলেন, ‘'আপনি আমাকে চড় মারলে আমিও পাল্টা মারব।’ 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি