ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যাদের হাতে উঠল ৯৩তম অস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২৭ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৩তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ২৬ এপ্রিল ঘোষিত ওই তালিকায় এবার সেরা সিনেমা হয়েছে ‘নোম্যাডল্যান্ড’, আর সেই সূত্রে সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়লেন চীনা পরিচালক ক্লোয়ি ঝাও। দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি। এর আগে ২০১০ সালে ‘দ্য হার্ট লকার’-এর জন্য অস্কার পেয়েছিলেন ক্যাথরিন বিগেলো। ক্লোয়ি আবার একইসঙ্গে ‘উইম্যান অব কালার’ তথা অশ্বেতাঙ্গ প্রথম নারী হিসেবেও অস্কার পেলেন।

সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টি দেশে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি।

অস্কারের ৯৩তম আসরের বিজয়ীদের তালিকা
সেরা চলচ্চিত্র : নোম্যাডল্যান্ড
সেরা অভিনেতা : অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা অভিনেত্রী : ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা মৌলিক চিত্রনাট্য : প্রমিসিং ইয়াং ওম্যান
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য : দ্য ফাদার
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র : অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা পার্শ্ব-অভিনেতা : ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা পার্শ্ব-অভিনেত্রী : ইয়া-জাঙ উন (মিনারি)
সেরা রূপ ও চুলসজ্জা : মা রেইনি’স ব্ল্যাক বটম
সেরা পরিচালক : ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র : সৌল
সেরা প্রামাণ্যচিত্র : মাই অক্টোপাস টিচার
সেরা শব্দ : সাউন্ড অব মেটাল
সেরা সম্পাদনা : সাউন্ড অব মেটাল (মাইকেল ই. জি. নিলসেন)
সেরা চিত্রগ্রহণ : ম্যাঙ্ক (এরিক মেসারস্মিট)
সেরা মৌলিক গান : ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস : টেনেট
সেরা পোশাক পরিকল্পনা : মা রেইনি’স ব্ল্যাক বটম (অ্যান রোথ)
সেরা শিল্প নির্দেশনা : ম্যাঙ্ক (ডোনাল্ড গ্রাহার বার্ট ও জ্যান পাসকেল)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র : কলেট (অ্যালিস ডয়ার্ড ও অ্যান্থনি গিয়াচ্চিনো)
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি