ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিরব-মিথিলার ‘অমানুষ’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ৫ মে ২০২১

Ekushey Television Ltd.

প্রকাশ পেল নিরব-মিথিলা অভিনীত ‘অমানুষ’ সিনেমার ফার্স্ট লুক। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে নিরবকে এক বনদস্যুর অবয়বে দেখা গেছে। তার পেছনে আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন মিথিলা। 

সিনেমাটি পরিচালনা করছেন অনন্য মামুন। ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি। 

নিরব সিনেমায় নিয়মিত হলেও মিথিলার প্রথম সিনেমা এটি। বড় পর্দায় তারা প্রথম জুটি হলেও দুজনার বন্ধুত্ব এক যুগের বেশি। দু’জনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার তাদের রসায়ন দেখা যাবে বড় পর্দায়। 

সাভারের বিরুলিয়া, বান্দরবানসহ বিভিন্ন লোকেশনে সিনেমাটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।

এ বিষয়ে চিত্রনায়ক নিরব বলেন, ‘অমানুষ’ সিনেমাতে আমি একেবারে নতুনরূপে হাজির হতে যাচ্ছি, যা দর্শকদের ভালো লাগবে। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক কষ্ট করছি। সিনেমাটিতে কাজের জন্য শখের চুলও ফেলে দিতে হয়েছে।’

নিরব-মিথিলা ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, নওশাবা, শাহীন মৃধা প্রমুখ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি