ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বুবলীর নয়া চমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ৭ মে ২০২১ | আপডেট: ১২:০৩, ৭ মে ২০২১

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমীন বুবলী। সুপারস্টার শাকিব খানের হাত ধরে বড় পর্দায় আগমন তার। ক্যারিয়ারের শুরু থেকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানে সঙ্গে জুটি হয়ে টানা ১১টি সিনেমায় অভিনয় করেছেন। এবার নতুন চমক নিয়ে হাজির হলেন অভিনেত্রী। সম্প্রতি ‘রিভেঞ্জ’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। 

সিনেমাটির পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এ বিষয়ে বুবলী জানান, আগামী ২০ মে থেকে ‘রিভেঞ্জে’র শুটিং শুরু হবে। যদিও পুরোটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। কেরানীগঞ্জ ও মাদারীপুরে শুটিং হবে সিনেমাটির। 

নায়িকা আরও বলেন, ‘আমার প্রথম সিনেমা বসগিরি হলেও প্রথম সেন্সর পাওয়া সিনেমা ‘শুটার’। যেটির প্রযোজক ছিলেন ইকবাল ভাই। এরপর ‘পাসওয়ার্ড’, ‘বীর’র পর আবারও তার প্রযোজনায় ‘রিভেঞ্জ’ করতে যাচ্ছি। এটি নিঃসন্দেহে ভালোলাগার। শুরু থেকে আমার প্রায় সব সিনেমাতে মিশা ভাইয়া ছিলেন। এখানেও তিনি আছেন। এই খারাপ সময়েও যারা সিনেমা নির্মাণের উদ্যোগ নিচ্ছেন তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।’

এদিকে ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল শাকিব-বুবলী জুটির সিনেমা ‘বিদ্রোহী’। শাপলা মিডিয়ার ব্যানারে এটি পরিচালনা করেছেন শাহীন সুমন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটির সম্ভাবনা ক্ষীণ। 

এ ব্যাপারে বুবলী বলেন, ‘আগে ঈদে যখন আমার সিনেমা মুক্তি পেয়েছিল তখন আনন্দটা অনেক গুণ বেড়ে গিয়েছিল। কিন্তু এবার তো সময়টা খারাপ। যেখানে মানুষের বেঁচে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সেখানে বিনোদনের তো প্রশ্নই ওঠে না। তাই এবারের ঈদে সিনেমা না আসলেও কোনো দুঃখ থাকবে না।’

‘রিভেঞ্জে’ সিনেমায় বুবলীর বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক রোশানকে।

উল্লেখ্য, সবশেষ ‘ক্যাসিনো’ ও ‘চোখ’ সিনেমায় নায়ক বদল করেছেন এই নায়িকা। আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় ‘চোখ’ সিনেমাতেও জিয়াউল রোশানের বিপরীতে রয়েছেন বুবলী। আর ‘ক্যাসিনো’ সিনেমায় তিনি অভিনয় করেছেন চিত্রনায়ক নিরবের সঙ্গে। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির।
এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি